হালুয়াঘাটে বর্ডারগার্ড ২৭ ব্যাটালিয়ন কর্তৃক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
আনছারুল হক রাসেল,১১ নভেম্বর ২০১৫, বুধবারঃ ময়মনসিংহের হালুয়াঘাটে অবৈধভাবে সীমান্ত অতিক্রম, মাদকদ্রব্য এবং চোরাচালান প্রতিরোধ কল্পে গাজিরভিটা ইউনিয়ন পরিষদের খোলা মাঠে গত ১১ নভেম্বর বর্ডারগার্ড ২৭ ব্যাটালিয়ন কর্তৃক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন ২৭ ব্যাটালিয়নের অধিনায়ক পিবিজিএম,পিএসসি, ইএমই লে. কর্নেল মোঃ এস.এম বায়জিদ খান। বিশেষ অতিথি ছিলেন উপ-অধিনায়ক মেজর মোঃ আমজাত হোসেন। এ ছাড়াও স্থানীয় ইউপি সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকমন্ডলী, রাজনৈকিত ব্যাক্তিবর্গ, মিডিয়াকর্মী সহ এলকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।