তারাকান্দা অপহৃত স্কুল ছাত্রী উদ্ধার

তারাকান্দা(ময়মনসিংহ) প্রতিনিধিঃ ১১ নভেম্বর ২০১৫, বুধবার,
ময়মনসিংহের তারাকান্দায় অপহৃত স্কুল ছাত্রীকে পুলিশ গত সোমবার স্থানীয় লালমা এলাকা থেকে উদ্ধার করেছে। জানা গেছে, গত- ১০ অক্টোবর সকাল-১০ টায় লালমা গ্রামের রহমত আলীর কন্যা মেছেরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী(১২), বিদালয়ের যাওয়ার পথে মেছেরা গ্রামের নাজমুল, বাবুল ও শম্ভুগঞ্জ মিল গেইট এলাকার আলমগীর সহ অজ্ঞাত ৪/৫ জন অপহরণ করে। এ ব্যাপারে অপহৃত সু্কল ছাত্রীর জেঠা সৈকুল ইসলাম বাদী হয়ে তারাকান্দা থানায় অপহরণ মামলা দায়ের করে। মামলার তদনত্মকারী কর্মকর্তা এস.আই মোখলেছুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার ভিটটিমের জবানবন্দি রেকর্ডের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।