গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় আহত শিশুর মৃত্যু

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা, ১১ নভেম্বর ২০১৫, বুধবার,
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে প্রাইভেট কার চাপায় আহত শিশু নুর আলাম (১০) গতকাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে। সে গাওঁরামগোপালপুর গ্রামের আব্দুল হামিদের ছেলে।
জানা গেছে, রাস্তা পারাপারের সময় মঙ্গলবার সন্ধ্যায় সে একটি প্রাইভেট কারের নিচে চাপা পড়ে গুরম্নতর আহত হয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সকাল ৭টায় তার মৃত্যু হয়।