| দুপুর ১২:৫৪ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

যৌথ অভিযানে ময়মনসিংহ জেলায় বিএনপি জামায়াত-শিবিরের ৬৯ নেতাকর্মী গ্রেফতার

শাহ আলম উজ্জ্বল,  ১১ নভেম্বর ২০১৫, বুধবার,
সন্ত্রাস, জঙ্গিবাদও নাশকতাকারীদের গ্রেফতারে গত চব্বিশ ঘন্টায় যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার ১৪টি থানায় বিশেষ অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা তরুন দলের সাধারন সম্পাদক ও জামায়াত-শিবিরসহ বিভিন্ন মামলার পলাতক ৬৯জন আসামীকে গ্রেফতার করেছে।

ময়মনসিংহ জেলা পুলিশের মূখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান গত চব্বিশ ঘন্টায় যৌথ অভিযানে জেলার ১৪টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সদর উপজেলা জামায়াতের নেতা ডাঃ গোলাম কিবরিয়া যুবরাজ, ঈশ্বরগঞ্জ উপজেলা তরুন দলের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, আঠারবাড়ি ইউনিয়ন জামায়াতের সভাপতি হারুন অর রশিদ, মাইজবাড়ি ইউনিয়ন যুাদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম ওরফে হান্নান , বিএনপি নেতা জালাল উদ্দিন ও হাবিবুর রহমান।

গৌরীপুর ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারী শরিফুল ইসলাম, বিএনপি নেতা মহিবুর,তারাকান্দা উপজেলা বিএনপির নেতা এমদাদুল হক স্বপন,মুক্তাগাছা উপজেলার বাশাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মহসীন আহমেদ,ভালুকা উপজেলা ছাত্রদলের নেতা হুমায়ুন কবির ও নিজাম উদ্দিনকে পুলিশ গ্রেফতার করেছে। এ ছাড়াও জেলার ১৪টি থানার বিভিন্ন স্থান থেকে মাদকসহ অন্যান্য মামলার পলাতক ৫৭জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।  পুলিশ জানায় গ্রেফতারকৃতদের নামে সংশ্লিষ্ট থানায় একাধিক মামলা রয়েছে।###

সর্বশেষ আপডেটঃ ৫:২৫ অপরাহ্ণ | নভেম্বর ১১, ২০১৫