ত্রিশালে পুকুর থেকে লাশ উদ্ধার

ত্রিশাল অফিস, ১০ নভেম্বর ২০১৫, মঙ্গলবার,
ময়মনসিংহের ত্রিশালে আজ মঙ্গলবার পুকুর থেকে লাশ উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। ঘটনাটি পরিকল্পিত কিনা এ নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। ত্রিশাল থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার মঠবাড়ী ইউনিয়নের পোড়াবাড়ী-কান্দানিয়া সড়কে একটি পুকুর একই ইউনিয়নের দোরাদিয়া গ্রামের শমসের আলীর ছেলে সাইদুল ইসলাম (৪৫) এর লাশ ভাসতে দেখে এলাকাবাসী ত্রিশাল থানা পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এলাবাসী জানায়, নিহত সাইদুল নেশাগ্রস্থ ছিল, হয়তবা অতিরিক্ত মদ পান করে পুকুরে পড়ে মরে যেতে পারে। নিহতের ভাই শহিদুল ইসলাম জানান, আমার ভাইকে মদ পান করিয়ে হত্যা করে পুকুড়ে ফেলে দেওয়া হয়েছে। যদি পুকুরে পড়ে মারা যেত তবে পেটে অনেক পানি থাকার কথা ছিল। সে এবং তার শরীর একেবারেই স্বাভাবিক ছিল বলেও তিনি জানান। ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরম্নজ্জামান ঘটনাস’ল পরিদর্শন করেছেন। ত্রিশাল থানা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) রাজ্জাক জানান, এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে অপহরণ করে হত্যার অভিযোগ এনে একটি অভিযোগ দিয়েছেন। লাশ ময়না তদনেত্মর জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।