ত্রিশালে বাড়ী ও তুলার কারখানায় অগ্নিকান্ড

ত্রিশাল অফিস, ১০ নভেম্বর ২০১৫, মঙ্গলবার,
ময়মনসিংহের ত্রিশালে পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। একটি ঘটনায় মামলা দায়েরের প্রস’তি চলছে।
ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের পোড়াবাড়ী রোডে একটি তুলার কারখানায় আগুন লাগে। এসময় আগুনে কারখানার ব্যাপক ক্ষতি সাধিত হয়। খবর পেয়ে ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিস ঘটনাস’লে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ত্রিশাল উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ আবু মোহাম্মদ সাজেদুল কবীর জোয়ারদার জানান, খবর পেয়ে আমরা ঘটনাস’লে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনি। সম্ভবত তুলার মেশিন থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে।
অপর দিকে সোমবার রাত ১টার দিকে উপজেলার কানিহারী ইউনিয়নের বড়মা দক্ষিণ পাড়া গ্রামে শরাফ উদ্দিনের বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ১টার দিকে দুর্বৃত্তরা বাড়ীর ভিতরের পাকের ঘরে আগুন দেয়। স্থানীয়রা টের পেয়ে আগুন নেভানোর চেষ্ঠা করলেও ততক্ষনে ঘড়টি পুড়ে ছায় হয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস’তি চলছে বলে তার ছেলে নিউটন।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরম্নজ্জামান জানান, এ বিষয়ে আমাদের কাছে কোন অভিযোগ আসে নাই তবে অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।