তৃতীয় লিঙ্গ স্বীকৃতি দিবসে ময়মনসিংহে র্যালী : আমরাও মানুষের মতো বেঁচে থাকতে চাই- নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টার, ১০ নভেম্বর ২০১৫, মঙ্গলবার,
তৃতীয় লিঙ্গ স্বীকৃতি দিবস ও হিজরাদের তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দেয়ার ২ বছর পূর্তি উপলক্ষ্যে গত ২ নভেম্বর থেকে সারাদেশে ‘হিজরা বিভিন্ন কর্মসূচী পালন করছে । এরই ধারাবাহিকতায় “আলোর পথে হিজরা সমাজ কল্যাণ সংস্থা” আজ ১০ নভেম্বর সোমবার বিকালে ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্ত্বর থেকে একটি বিশাল র্যালী বের হয়। র্যালীতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সালমা শেখ। তাদের সাথে সরকারের পক্ষে যোগদেন এ.এসপি ফালগুনী, চেম্বার অব কমার্সের পরিচালক প্রদীপ ভৌমিক। সংগঠনের নেতৃবন্দদের মধ্যে ছিলেন শাহিদা, আশা, দুলারি প্রমুখ। র্যালীটি কৃষ্ণচূড়া চত্ত্বর থেকে শুরু হয়ে টাউন হল মোড়ে গিয়ে শেষ হয়। র্যালী পূর্ব সমাবেশে ময়মনসিংহের হিজরাদের সংগঠন “আলোর পথে হিজরা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি সালমা শেখ বলেন, হিজরারা মানুষের মতো বেঁচে থাকার অধিকার চায় ৷ ‘তৃতীয় লিঙ্গ’ হিসেবে সরকার স্বীকৃতি দিলেও সমাজ এখনো স্বীকৃতি দেয়নি, মেনে নেয়নি৷
তিনি বলেন, ‘‘হিজরারাও তো মানুষ! তাদেরও তো সমাজের অন্য পাঁচজনের মতো বেঁচে থাকার অধিকার আছে৷ স্বাভাবিক চলাফেরার অধিকার আছে ৷ অথচ রাষ্ট্রের কোথাও স্থান নেই আমাদের ৷ পৃথিবীতে আপন বলে কেউ নেই৷ কেউ আমাদের ভালো চোখে দেখে না ৷ ফলে প্রতিনিয়তই লাঞ্ছনা-গঞ্জনা সইতে হচ্ছে৷ এবার আমরাও সাধারন মানুষের মতো সুযোগ চাই৷ আমরাও মানুষের মতো বেঁচে থাকতে চাই৷ সম্মান চাই, অধিকার চাই৷” ###