| দুপুর ১২:২৬ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

টিআইবিকে ক্ষমা চাইতে ৩ দিনের আল্টিমেটাম

অনলাইন ডেস্ক ,১০ নভেম্বর ২০১৫, মঙ্গলবার,

জাতীয় সংসদ নিয়ে বিরুপ মন্তব্য করায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশকে (টিআইবি) তিন দিনের মধ্যে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে সংসদ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। অন্যথায় দুর্নীতি বিরোধী এ সংস্থাটির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছে সংসদীয় কমিটি। সোমবার বিকেলে সংসদ ও আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, টিআইবি সংসদ নিয়ে যে মন্তব্য করেছে তা অশালীন। বিরোধী দল সম্পর্কে তারা অপমান জনক কথা বলেছে। আমি সংসদেও বলেছি, আজও বলছি- তিন দিন সময় দেওয়া হয়েছে, এরমধ্যে টিআইবি ভুল স্বীকার করে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে সম্মত কমিটি।  তিনি আরও বলেন, সার্বভৌম সংসদ সংবিধানের সৃষ্টি। তাই এই প্রতিষ্ঠান নিয়ে তামাশা করা যায় না। এনজিও হিসেবে টিআইবি সংসদ নিয়ে গবেষণা করতে চাইলে ভাল কথা। তবে অপমান করার অধিকার তাদের নেই। টিআইবি’র নির্বাহী ড. ইফতেখারুজ্জামানকে উদ্দেশ্য করে তিনি বলেন, উনি কে? এনজিও হল বাইরে থেকে টাকা আসে তারা খরচ করে। জাতীয় সংসদ তাদের লক্ষ্যবস্তু কেন? তারা কি চায়? তারা কি আলাদা সংবিধানের মতো কিছু চায়? কোনো এনজিও রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করলে তাদের নিবন্ধন বাতিলের জন্য আইনের সংশোধনীও আনা হবে বলে জানান সুরঞ্জিত। ফেসবুকে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রসঙ্গে সুরঞ্জিত নিজের সম্পর্কে বলেন, আমাকে হত্যার ষড়যন্ত্র হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা খুঁজে বের করতে হবে কে বা কারা এই ষড়যন্ত্র করছে।

সর্বশেষ আপডেটঃ ৫:৩২ অপরাহ্ণ | নভেম্বর ১০, ২০১৫