মিলিটারি পুলিশের ওপর হামলাকারীকে যেভাবে ধরা হয়
স্টাফ রিপোর্টার | ১০ নভেম্বর ২০১৫, মঙ্গলবার,
কচুক্ষেতে মিলিটারি পুলিশের ওপর হামলাকারী যুবককে আটক করেছেন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা। তাকে ধরতে সহযোগিতা করেছে স্থানীয় জনতা। ঘটনার পরই ওই যুবক ধারালো অস্ত্র হাতে পালানোর চেষ্টা করে। উত্তর কাফরুল স্কুল রোডে প্রথমে যাওয়ার চেষ্টা করে বাধা পেয়ে পরে পাশের গলির ২৩৯/২ নম্বর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। এসময় হাতে থাকা অস্ত্র দেখিয়ে ধাওয়া করা লোকদের ভয় দেখিয়ে বলে, কাছে আসলে কোপাব। পরে সে ২৩৯/২/খ নম্বর বাড়িতে ঢুকে পড়ে। ওই বাড়ির গেট খোলা থাকায় সোজা উঠে যায় পাঁচ তলায়। এই সময়ের মধ্যে মিলিটারি পুলিশ, থানা পুলিশ ও আইন প্রয়োগকারী সংস্থার সাদা পোশাকের কর্মকর্তারা সেখানে অবস্থান নেন। তারা ওই ব্যক্তিকে নিচে নেমে আসার আহবান জানিয়ে বলেন, না নামলে গুলি করা হবে। পরে খালি হাতে হামলাকারী ওই যুবক নিচে নেমে আসে। নামার সময় তার হাতে থাকা অস্ত্রটি দ্বিতীয় তলায় বাইরে রাখা পাপোশের নিচে লুকিয়ে রেখে আসে। পরে তা উদ্ধার করা হয়। উদ্ধারের পর তাকে গোয়েন্দা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক ওই ব্যক্তির পরনে ছিল ফুল হাতার শার্ট আর লুঙ্গি। লুঙ্গির নিচে সর্ট প্যান্টও ছিল। এদিকে আহত মিলিটারি পুলিশ সদস্য সামিদুল ইসলামের চিকিৎসা চলছে সম্মিলিত সামরিক হাসপাতালে। তিনি শঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল সূত্র।