| দুপুর ১২:৪৫ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

পাকুন্দিয়ার গ্রাম্য বাজারের রাস্তায় সৌর বিদ্যুৎতের আলো

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ১০ নভেম্বর ২০১৫, মঙ্গলবার,
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পাটুয়া ভাঙ্গা ইউপির দরগা বাজারের রাস্তা সোলার প্যানেল ( সৌর বিদ্যুৎত) এর আলোয় আলোকিত হয়েছে। নিরবিচ্ছিন্ন আলোতে চলাফেরা, ও বাজারের সার্বিক নিরাপওা নিশ্চিতের লড়্গেই এ উদ্দ্যোগ। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অধিনে সারে ১১ লক্ষ টাকা ব্যায়ে এ কাজটি সম্পন্ন হয়। ১৯ টি প্যানেলে মোট ৩৮ টি সৌরবিদ্যুতের লাইট স্থাপন করা হয়। প্রতিটি পিলারে ২ টি করে লাইট দেওয়া হয়েছে। লাইট জ্বালানোর জন্য কোন সুইচের প্রয়োজন হয়না। সুর্যাসেত্মর সাথে সাথে লাইট গুলো জ্বলে উঠে, আবার সুর্য উঠার সাথে সাথে লাইট গুলো নিভে যায়। গ্রাম্য বাজারের রাস্তায় সৌর বিদ্যুৎ এর আলো এটি যেন ১০ নভেম্বর ২০১৫, মঙ্গলবার,   স্থানীদের কাছে স্বপ্নের মত। আর এ স্বপ্নকে সত্যিতে পরিনত করেছেন কিশোরগঞ্জ-২ কটিয়াদী-পাকুন্দিয়া আসনের সংসদ এ্যডভোকেট মোঃ সোহরাব উদ্দিন। এক সময় বাজারটি সন্ধার পর অন্ধকারে নিমজ্জিত থাকত। ফলে ব্যবসা বানিজ্য, মানুষের চলাচলে নেমে আসত স’বিরতা। আর এখন সন্ধার পর সৌর বিদ্যুৎতের ঝকঝকে আলোতে নতুন এক আবহ সৃষ্টি করেছে বাজারে। আগামি দুই মাসের মধ্যে কটিয়াদি-পাকুন্দিয়ার ২০ টি বাজারে এ ব্যাবস্থা চালু করা হবে বলে জানান স্থানীয় সাংসদ। সম্প্রতি প্রধান অতিথি থেকে সৌর বিদ্যুৎ এর শুভ উদ্বোধন করেন, স্থানীয় সংসদ এ্যডভোকেট মোঃ সোহরাব উদ্দিন, এ সময় উপসি’ত ছিলেন, কিশোরগঞ্জ অতিরিক্ত জেলা প্রসাশক কাজী আবেদ হোসেন, পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোশারফ হোসেন ভুইয়া, কটিয়াদী উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, পাকুন্দিয়া থানার ওসি হাসান আল মামুন সহ স’ানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্ধ প্রমুখ

সর্বশেষ আপডেটঃ ৪:৪৬ অপরাহ্ণ | নভেম্বর ১০, ২০১৫