| দুপুর ১২:০৮ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সুচির বিশাল জয়

অনলাইন ডেস্ক | ৯ নভেম্বর ২০১৫, সোমবার,

মিয়ানমারের ঐতিহাসিক নির্বাচনে বিপুল ভোটে জয় পেতে চলেছে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেত্রী অং সান সুচির দল। ইতিমধ্যে নিজেদের পরাজয় মেনে নিয়েছে সামরিক বাহিনীর সমর্থনপুষ্ট ক্ষমতাসীনরা। সোমবার ক্ষমতাসীন ইউনিয়ন সলিডারিটি এন্ড ডেভলপমেন্ট পার্টির (ইউএসডিপি) ভারপ্রাপ্ত চেয়ার ম্যান হাতয় ও রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে নিজ দলের পরাজয় স্বীকার করে বলেছেন,‘আমরা হেরে গেছি।’

তবে মিয়ানমারের নির্বাচন কমিশন এখনও আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেনি। তাই কোন দল কত আসন পেয়েছে তা জানা যায়নি। এর আগে সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি সংক্ষেপে এনএলডি ৭০ ভাগের বেশি আসনে জয়লাভ করার দাবি করেছিলেন। সোমবার এনএলডি মুখপাত্র উইন থেইন বলেছেন,‘আমরা গোটা দেশে ৭০টির বেশি আসনে জয়লাভ করতে চলেছি। কিন্তু নির্বাচন কমিশন এখনো তা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।’  গত ২৫ বছরে মধ্যে দেশটিতে এটিই প্রথম গণতান্ত্রিক নির্বাচন। রোববারের ওই নির্বাচনে বৈধ ভোটারের সংখ্যা ছিল ৩ কোটি। এদের ৭০ শতাংশই ভোট দিয়েছেন। নির্বাচন পূর্ব জরিপগুলোতেও এনএলডি’কেই এগিয়ে রাখা হয়েছিল। তবে দল বিজয়ী হলেও সাংবিধানিক জটিলতার কারণে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না সুচি। তবে ‘প্রেসিডেন্টের উর্ধ্বে’ থেকে সরকার পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন সুচি। এ নির্বাচনে দেশি বিদেশি মিলিয়ে সাড়ে দশ হাজার পর্যবেক্ষক ছিলেন যাদের মধ্যে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের পর্যবেক্ষকরাও ছিলেন। তারা ইতিমধ্যেই নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে রায় দিয়েছেন।

সর্বশেষ আপডেটঃ ৪:৫৩ অপরাহ্ণ | নভেম্বর ০৯, ২০১৫