রাজকন্যার জন্য দোয়া চাইলেন সাকিব
অনলাইন ডেস্ক: | ৯ নভেম্বর ২০১৫, সোমবার,
রাজকন্যার আগমনের খবর আগেই নিশ্চিত হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও তার স্ত্রী শিশির। এবার সেই সম্ভাবনা বাস্তবে রুপ নিলো। সাকিব-শিশিরের ঘর আলো করে এসেছে ফুটফুটে একটি কন্যা সন্তান। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে এ কন্যা সন্তান জন্মগ্রহণ করে। এর আগে সন্তান সম্ভবা স্ত্রীকে রেখে যুক্তরাষ্ট্র থেকে জিম্বাবুয়ে সিরিজের সবগুলো ম্যাচ খেলতে এসেছিলেন সাকিব। সাকিব জানিয়েছিলেন, স্ত্রীর অনুরোধেই তিনি খেলতে এসেছেন। কিন্তু মাত্র একটি ম্যাচ খেলেই তাকে চলে যেতে হয় স্ত্রীর কাছে। গতরাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হন তিনি। যুক্তরাষ্ট্রে পৌছার কিছুক্ষণ পরেই এই সুখবর আসে সাকিব-পরিবারে।
এক ফেসবুক বার্তায় পিতা হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব। তিনি লিখেছেন, সুন্দর এই রবিবারে, ৮ই নভেম্বর ২০১৫-এ আমি ও শিশির পরম করুনাময়ের অশেষ রহমতে স্বর্গের একটি টুকরো পেয়েছি। শিশির ও আমাদের আদরের রাজকন্যা সুস্থ আছে। সবাইকে তাঁদের দোয়া, শুভেচ্ছা ও অভিনন্দনের জন্য ধন্যবাদ। আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেয়ের জন্য, যাতে সে গড়ে উঠতে পারে তার পূর্ণ প্রতিভায়, মমতায় ও সকলের ভালবাসায়। আমিন।