ময়মনসিংহে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার
স্টাফ রিপোর্টার | ৯ নভেম্বর ২০১৫, সোমবার,
ময়মনসিংহ শহরের আকুয়া লিচু বাগান ও চৌরঙ্গি মোড় এলাকায় গতরাতে অভিযান চালিয়ে গুলিভর্তি দুটি বিদেশী পিস্তল, আট রাউন্ড গুলি, দু’টি ম্যাগজিন ও একটি চাপাতিসহ চার সন্ত্রাসীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
ময়মনসিংহ গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজী জানান, কতিপথ ব্যক্তি অবৈধ অস্ত্র ও মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশে আকুয়া লিচু বাগান এলাকায় একটি ভাড়া বাসায় অবস্থান করছে এমন খবর গোপন সূত্রে পেয়ে ডিবি পুলিশ শহরের আকুয়া লিচু বাগানের ওই বাসায় অভিযান চালিয়ে পুলিশের তালিকা ভুক্ত শীর্ষ সন্ত্রাসী সানিকে (২২) গুলিভর্তি ম্যাগজিনসহ একটি বিদেশী পিস্তল ও শামীমকে চাপাতিসহ হাতে-নাতে গ্রেফতার করে। বাকিরা বাড়ীর কার্নিশ বেয়ে পালিয়ে যায়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে এবং তাদেরকে সঙ্গে নিয়ে আকুয়া চৌরাঙ্গী মোড়ে অভিযান চালিয়ে পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী পুইটা রাজুকে সাত রাউন্ড গুলিভর্তি একটি বিদেশী পিস্তল এবং অপর সন্ত্রাসী পাপ্পুকে এক রাউন্ড গুলিভর্তি ম্যাগজিনসহ হাতে নাতে গ্রেফতার করে । পুলিশ জানায় গ্রেফতারকৃ তদের নামে কোতোয়ালী মডেল থানায় খুন সন্ত্রাসী,চাঁদা বাজির একাধিক মামলা রয়েছে।