| সকাল ১১:৩৯ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গফরগাঁওয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের দায়ে শিক্ষকসহ আটক ৫

 

গফরগাঁও প্রতিনিধি, ৮ নভেম্বর ২০১৫, রবিবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ে ইসলামিয়া সরকারি উচ্চ বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রে আজ রোববার গণিত পরীক্ষা চলাকালীন সময়ে নকল সরবরাহের দায়ে এক শিক্ষকসহ ৫ জনকে আটক করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিন্ধার্থ শংকর কুন্ডু সন্ধ্যায় তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে চরমছলন্দ গ্রামের নাজমুল ইসলাম (১৮), মাইজবাড়ি গ্রামের রাজিব ফকির (২২) ও সুলতান ফকির (২৫) এবং সানিকে (১৮) দেড় হাজার টাকা করে জরিমান আদায় করে ছেড়ে দেন। আটককৃত আখাইল উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শহীদুল ইসলামকে বিকালে মুচলেকা দিয়ে এ যাত্রায় রক্ষা পান। শিক্ষক শহীদুল ইসলাম গফরগাঁওয়ের রসুলপুর গ্রামের হযরত আলীর ছেলে।

সর্বশেষ আপডেটঃ ৭:২৯ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০১৫