| দুপুর ১:০২ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ভুয়া সনদে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন ! পাচঁজনের ভাতা বন্ধ

সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, গৌরীপুর, ৮ নভেম্বর ২০১৫, রবিবার:   ময়মনসিংহের গৌরীপুরে ভুয়া সনদে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনের অভিযোগ ওঠেছে। এ অভিযোগে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের গ্যারাকলে গৌরীপুরে পাচঁজন মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করে দিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। তারা হলেন-আবুল কালাম, অজিত রঞ্জন উকিল, আব্দুল খালেক, আবুল কাশেম ও মৃত মুখলেছুর রহমান।জানা গেছে, গত ২ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রনালয়ের জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী যাদের বয়স ১৯৭১ সালের ২৬ মার্চ ১৩ বছর না হবে এবং গেজেটে যাদের নাম না থাকবে তারা মুক্তিযোদ্ধার সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন না। মুক্তিযোদ্ধা সনদের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদের জন্ম তারিখের গড়মিল থাকায় (১৩ বছর পূর্ণ না হওয়ায়) ঘোষপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামকে এই প্রজ্ঞাপনের আলোকে উপজেলা মুক্তিযোদ্ধা বাছাই কমিটির সুপারিশে মুক্তিযোদ্ধা ভাতা স’গিত রাখা হয়েছে। এদিকে গেজেটে নামা না থাকায় অজিত রঞ্জন উকিল, আব্দুল খালেক ও আবুল কাশেম এবং ভুল ঠিকানার কারণে মৃত মুখলেছুর রহমানের ভাতাও স’গিত রাখা হয়েছে। তারা দীর্ঘদনি ধরে মুক্তিযোদ্ধার ভাতা সহ সরকারি নানান সুবিধাদি ভোগ করে আসছিলেন।  উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৩৪০ জন মুক্তিযোদ্ধার বিপরীতে চলতি অর্থবছরের প্রথম কিস্তির (জুলাই, আগষ্ট ও সেপ্টেম্বর) জন্য ৮১ লাখ ৬০ হাজার বরাদ্দ রয়েছে। তা থেকে ৫জন মুক্তিযোদ্ধার স’গিত ভাতা উদ্বৃত্ত হিসেবে থাকবে।
উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহিম সত্যতা স্বীকার করে বলেন, আপাদত পাচঁজনের ভাতা স’গিত করা হয়েছে। এই তালিকা আরো দীর্ঘ হতে পারে।
উল্লেখ্য যে, গত বছর জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ ভুয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে ৩৪জন সহ সংশ্লিষ্ট প্রশাসনের আরো চারজনকে আসামী করে মামলা করেন।

সর্বশেষ আপডেটঃ ৭:৩৫ অপরাহ্ণ | নভেম্বর ০৮, ২০১৫