শেরপুরের ঝিনাইগাতীতে জামায়াতের দুই নেতাকর্মী গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি: ৮ নভেম্বর ২০১৫, রবিবার,
শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশ আজ ৮ নভেম্বর রোববার ভোরে অভিযান চালিয়ে জামায়াতে ইসলামীর দুই নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে। এঁরা হলেন উপজেলার ধানশাইল ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মো. শাহ আলম (৪০) ও ইসলামী ছাত্রশিবির কর্মী বনগাঁও গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. জাহিদ হাসান (২২)।
গ্রেপ্তার দুইজনকে আজ ৮ নভেম্বর রোববার বিকেলে শেরপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আ.ন.ম. ইলিয়াছের আদালতের নির্দেশক্রমে জেলা কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
ঝিনাইগাতী থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন চন্দ্র সরকার বলেন, গ্রেপ্তার শাহ আলম ও জাহিদ হাসানের বিরম্নদ্ধে চলতি বছরের ১৫ জানুয়ারী ঝিনাইগাতী উপজেলা সদরে সংঘটিত নাশকতামূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। তাঁদেরকে আজ বিকেলে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়েছে।