পাকুন্দিয়ায় পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

পাকুন্দিয়া প্রতিনিধি : ৮ নভেম্বর ২০১৫, রবিবার,
জেলার পাকুন্দিয়ায় আজ রোববার দুপুরে পুকুরে ডুবে সাবিহা আক্তার নিশা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে পৌর সদরের শ্রীরামদী গ্রামের ব্যবসায়ি মোফাজ্জল হোসাইন সেলিমের মেয়ে।
জানা গেছে, রোববার দুপুরে বাড়ি থেকে বের হয়ে হাটতে হাটতে পাশের বাড়ির একটি পুকুরে পড়ে যায় শিশু সাবিহা আক্তার নিশা। কিছুক্ষণ পর পুকুরে নিশাকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।