শহরে স্কুল শিক্ষিকা ও পোষ্ট মাষ্টার হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, ৮ নভেম্বর ২০১৫, রবিবার,
ময়মনসিংহ শহরের আকুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্কুল শিক্ষিকা রায়হাতুন নেছা ও তার স্বামী পোষ্ট মাষ্টার আব্দুল হককে একসাথে নৃশংস ও নির্মমভাবে হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন করেছে সর্বসত্মরের জনগন ও মানবাধিকার পরিষদ।
গত ১২ জুলাই২০১৪ সালে আকুয়া নিজবাস ভবনে ঘাতক গোলাম মোস্তফা মিঠু হত্যা করে পালানোর সময় জনতা পুলিশের হাতে হত্যাকারী মিঠুকে তুলে দেয়। ম্যাজিষ্ট্রেটের নিকট হত্যার স্বীকারোক্তি জবানবন্দি দেওয়ার পরও বিচার বিলম্বিত হওয়ায় ও সুষ্ঠু বিচারের দাবিতে শত শত মানুষ রবিবার ময়মনসিংহ জেলা পরিষদের কার্যালয়ের সামনে এ মানব বন্ধন করে। আকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফাজ উদ্দিন সরকার, মানবাধিকার পরিষদের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন বাবুল, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি বেলাল উদ্দিন, পিতা-মাতা হারা সনত্মান হাসিবুল হক রানা, শরিফুল হক রাসেলসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পরিষদের সুষ্ঠু বিচারের দাবিতে একাত্বতা প্রকাশ করেন।