কথিত অপহৃত নববধু গাজীপুর উদ্ধার
তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ৮ নভেম্বর ২০১৫, রবিবার,
ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ গত শনিবার রাতে গাজীপুর জেলার সালনা এলাকা থেকে কথিত অপহৃত নববধুকে উদ্ধার করেছে। জানা গেছে, ৩মাস পূর্বে উপজেলার বালিখাঁ ইউনিয়নের পারুলীতলা গ্রামের আব্দুল মান্নানের কন্যা শাবানা আক্তার ওরফে শাবনুর(১৮) কে পার্শ্ববর্তী পাগুলী গ্রামের নওয়াব আলীর পুত্র শামিমের সাথে বিয়ে দেয়। গত ২৪ অক্টোবর ওই নববধু স্বামীর বাড়ী থেকে নিখোঁজ হয়। এ ব্যাপারে ১ নভেম্বর ওই নববধুর পিতা আব্দুল মান্নান বাদী হয়ে তারাকান্দা থানায় অপহরণ মামলা করে। মামলার তদন্তকারী কর্মকতা এস আই ছানোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সালনা এলাকার একটি বাসা থেকে অপহৃত নববধুকে উদ্ধার করা হয়েছে। অপহৃত নববধু পুলিশকে জানান, সে আলমগীর নামক এক যুবকের সাথে প্রেম করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে।