শ্যামা পুজা উপলক্ষে জেলা পুজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার | ৭ নভেম্বর ২০১৫, শনিবার,
আসন্ন শ্যামা পুজা উপলক্ষে জেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে এক মত বিনিময় সভা গত শুক্রবার সন্ধ্যায় দুর্গাবাড়ী মন্দিরে অনুষ্ঠিত হয়। জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি এড.প্রনব কুমার সাহা রায় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. রাখাল চন্দ্র সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক শংকর সাহাসহ বক্তব্য রাখেন স্বপন কুমার ঘোষ, অমল বন্ধু দাস, মধু সূদন চক্রবর্তী, বিকন ভট্রাচার্য, নয়ন চাকী, প্রিয় ব্রতনাগ প্রমুখ। মতবিনিময় সভায় পৌরসভায় অবসি’ত বিভিন্ন পুজা মন্ডপের নেতৃবৃন্দ উপসি’ত ছিলেন। সভায় সর্বসম্মত সিদ্ধান্ত হয় যে, শনিবার রাত ১০টার মধ্যে কাচারীঘাটে বিসর্জন করতে হবে এবং শব্দ দূষণের বিবেচনায় রাত ১১টা পর্যন- নিয়ন্ত্রিতভাবে মাইক ব্যবহার করতে হবে।