| দুপুর ১২:৩৮ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সমবায়ই মানুষের অর্থনৈতিক মুক্তির বিকল্প- এমপি ফাতেমাতুজ জোহুরা

 

এএইচএম মোতালেবঃ ৭ নভেম্বর ২০১৫, শনিবার,

বাংলাদেশ জাতীয় সংসদ এর সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাতেমাতুজ জোহুরা বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যপী উন্নয়নের কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত থেকে সমবায আন্দোলনকে শক্তিশালী করার আহবান জানান। উদ্যোক্তা সৃস্টির মাধ্যমে সমবায় টেকসই উন্নয়ন করে দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন করে আধুনিক বিশ্বের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে নারী পুরুষ উভয়কেই সম্মিলিত প্রয়াস অব্যাহত রাখতে হবে। গতকাল শনিবার দুপুরে ময়মনসিংহ পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ফাতেমাতুজ জোহুরা এমপি এসব কথা বলেন।
জেলা প্রশাসক মুস-াকীম বিল্লাহ ফারুকী সভাপতিত্বে অনুষ্ঠিত “সমবায়ের উদ্যোক্তা সৃস্টির মাধ্যমেই টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়ের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন মুক্তাগাছা সমবায় ট্রেনিং ইন্সটিটিউট এর প্রিন্সিপাল বীর মুক্তিযোদ্ধা আফম, ইয়াহিয়া খান, সহকারী পুলিশ সুপার ফালগুনি নন্দি, কাঁচিঝুলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা খানম, রূপসী বাংলা বহুমূখী সমবায় সমিতি লিঃ এর নির্বাহী পরিচালক আবুল হোসেন, সোনারতরী বহুমূখি সমবায সমিতি লিঃ এর নির্বাহী পরিচালক শাহজাহান পারভেজ, পরিচালক শরিফা খানম ও সমবায় নেতা নোমানুর রহমান প্রমুখ বক্তব্যে রাখেন।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুস-াকীম বিল্লাহ ফারুকী বলেন, সমবায়ের উদ্যাক্তা সৃস্টির মাধ্যমে টেকসই উন্নয়নে আমাদের হস-শিল্পের প্রতিনজর দিতে হবে। গ্রামের মহিলাদের শ্রমজীবি করতে পারলেই কেবল গ্রামীন অর্থনীতির পরিবর্তন আনা সম্ভব। বৃক্ষপ্রেমিক সাংবাদিক এএইচএম মোতালেব এর একপ্রশ্নের জবাবে বলেন, পরিবেশ রক্ষায় গাছের বিকল্প নেই। গাছ হচ্ছে অক্সিজেন এর কারখানা। অক্সিজেন না থাকলে কোন প্রাণীর পক্ষে ৪ মিনিটও বেঁচে থাকা সম্ভব নয়। আসুন কালবিলম্ব না করে আজকেই সমবায় কার্যক্রমকেই এগিয়ে নিয়ে নিজেদেরকে স্বাবলম্বী হতে সহযোগিতা করি। জেলার প্রবীন সমবায়ী হিসেবে ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমানকে ক্রেস্ট প্রদান করা হয়।

এ ছাড়াও শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে ও সমিতির ভাল কাজ করার জন্য ক্রেস্ট প্রদান করা হয়। তাঁরা হলেন মুক্তিযোদ্ধা আব্দুর রব, সমবায়ী আব্দুর রশিদ, সমবায়ী নেতা আবুল হোসেন, সমবায়ী নেতা রোজী, আশ্বাস মহিলা সমবায় সমিতি লিঃ, মানববন্ধন সমবায় সমিতি লিঃ, সূচনা মহিলা সমবায সমিতি লিঃ ।

সর্বশেষ আপডেটঃ ৭:২৮ অপরাহ্ণ | নভেম্বর ০৭, ২০১৫