বিনার ৫ দিন ব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন
লোকলোকান্তর ডেস্ক ,৭ নভেম্বর ২০১৫, শনিবারঃ ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ পরমাণু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) এর আজ ৫ দিন ব্যাপী বার্ষিক গবেষনা পর্যালোচনা বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষ।
বিনার ড. এম এ ওয়াজেদ মিয়া অডিটরিয়ামে আজ সকালে বিনার মহা পরিচালক সমসের আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষনা কাউন্সিলের চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষনা সিস্টেমের পরিচালক ড. লুৎফুল হাসান, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক সমীর সরকার প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিনা’ দেশের কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো মধ্যে ব্যাতক্রম ধর্মী গবেষণা প্রতিষ্ঠান। এখানে নতুন জাতের ধান, পাট, বিভিন্ন সব্জী জাতীয় ফসল ছাড়াও জৈব সার উদ্ভাবন করা হয়ে থাকে।
কৃষি সচিব বলেন বিনা ইতিমধ্যে নতুন নতুন জাত উদ্ভাবনে কৃষি এবং দেশের জন্য অবদান রেখেছে।বিনা অন্য কৃষি গবেষণা প্রতিষ্ঠান থেকে সতন্ত্র প্রতিষ্ঠান বিনা গামা রস্মির মাধ্যমে নতুন নতুন জাত উদ্ভাবন করে। বিনার নতুন-নতুন জাত ইতিমধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বেশ জন প্রিয় হয়ে উঠেছে এবং দেশের মঙ্গা দুরিকরণে প্রধান ভুমিকা রেখেছে । বিনার সল্প মেয়াদী ধানের চাষ করে ইতিমধ্যে দুই ফসলের জমিতে তিন ফসল অনাসে আবাদ করা যায়।এই সরকার কৃষি বন্ধব সরকার কাজেই বিনাকে আরো নতুন -নতুন জাত উদ্ভাবনে কৃষি ক্ষেত্রে বিশেষ ভুমিকা রাখতে হবে। কর্মশালার উদ্ভোধন শেষে কৃষি সচিব বিনার বিভিন্ন গবেষণাগার এবং মাঠ পরিদর্শন করেন।
৫ দিন ব্যাপী এই কর্মশালায় প্রায় তিনশতাধিক বিনার বিজ্ঞানী,কর্মকর্তা,কর্মচারী শ্রামক ছাড়াও অন্যান্য কৃষি বিভাগে কর্মকর্তা-কর্মচারী ও দেশের বিভিন্ন অঞ্চলের কৃষকরা অংশ গ্রহন করে।