হোসেনপুরে বাল্য বিবাহ ও যৌন হয়রানী বিষয়ক সভা

হোসেনপুর সংবাদদাতা,৭ নভেম্বর ২০১৫, শনিবারঃ
হোসেনপুর উপজেলা প্রশানের উদ্যোগে শনিবার গলাচিপা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে “বাল্য বিবাহ ও যৌন হয়রানী ” বিষয়ক সচেতনা মূলক সভা শনিবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউএনও তরফদার সোহেল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য কিশোরগঞ্জ স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো: এমদাদুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),গোলাম মোহাম্মদ ভূইয়া,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সেলিনা সারোয়ার,জেলা ফ্যাসিলিটের মনির হোসেন মজুমদার,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহিরুল ইসলাম নুুরু মিয়া,সাধারণ সম্পাদক শাহ্ মাহবুবুল হক, প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম প্রমুখ।