নান্দাইলে জাতীয় সমবায় দিবস পালিত
ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ৭ নভেম্বর ২০১৫, শনিবার,
”সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (০৭ নভেম্বর) ময়মনসিংহের নান্দাইল উপজেলা সমবায় অধিদপ্তর কর্তৃক আয়োজিত জাতীয় সমবায় দিবস /১৫ পালিত হয়। এ উপলক্ষে সকাল ১১ টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। ১১.১৫ মিঃ এক বর্ণাঢ্য সমবায় র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদড়্গিন শেষে স্থানীয় পাবলিক হলে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নান্দাইল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন। প্রধান অতিথি হিসেবে ১৫৪- ময়মনসিংহ- ৯ নান্দাইলের জাতীয় সংসদ সদস্য, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারম্নল আবেদীন তুহিন, বিশেষ অতিথি হিসেবে নান্দাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, সহকারী কমিশনার (ভুমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ জসীম উ্দ্িদন, উপজেলা আওয়ামীলীগ নেতা হাসান মাহমুদ জুয়েল, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়িকা লূৎফুরন্নাহার লাকি উপসি’ত ছিলেন।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার অপরূপা মালাকার, বক্তব্য রাখেন সমবায় সমিতির সদস্য আজাহারম্নল ইসলাম, জেবুননেসা, শেখ সুলতান, ও মোঃ আবু তালেব প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, নান্দাইলের সমবায়ীদের উন্নয়নে তিনি সাধ্যমত চেষ্টা চালিয়ে যাবেন। অনুষ্টানে শ্রেষ্ঠ সমবায়ী ও শ্রেষ্ঠ সমবায় সমিতির মাঝে পুরস্কার বিতরন করেন অনুষ্ঠানের প্রধান ও বিশেষ অতিথি এবং সভাপতি।#