| সকাল ১১:২৩ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মদনে বাল্যবিবাহ থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণীর ছাত্রী

মদন  প্রতিনিধি,৭ নভেম্বর ২০১৫, শনিবারঃ  মদন ইউপি চেয়ারম্যানের হস্তক্ষেপে শুক্রবার রাতে বাল্য বিবাহ থেকে রক্ষা পেল বালালী বাঘমারার খন্দকার আঃ রাজ্জাক দাখিল মাদরাসার অষ্টম শ্রেণীর ছাত্রী মুক্তা মনি। পারিবারিক সূত্রে জানা গেছে নেত্রকোণার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা গ্রামে শুক্রবার রাতে কেন্দুয়া উপজেলার মোজাফ্‌ফরপুর গ্রামের মৃত-ইজ্জত আলীর ছেলে ফকর উদ্দিন (২১) এর সাথে মদন উপজেলা বাঘমারা গ্রামের ৮ম শ্রেণীর ছাত্রী মুক্তা মনির সঙ্গে জন্ম সনদ ছাড়াই বিবাহ সম্পাদনের প্রস্তুতি নিচ্ছিল। এ খবর শুনে ইউপি চেয়ারম্যান আজিজুল হক খান সুহেল উক্ত ওয়ার্ডের ইউপি সদস্যকে বিষয়টি অবগত করলে ইউপি সদস্য এবং এলাকায় বাল্য বিবাহ নিয়ে কাজ করে পপি নতুন আলো ও সিফোরডি এন.জি.ও এর সদস্যরা গ্রামের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে মেয়ের বাড়িতে গেল বরের লোকজন তাদের উপসি’তি টের পেয়ে বরসহ যাত্রীরা পলিয়ে যায়।

সর্বশেষ আপডেটঃ ৬:৫২ অপরাহ্ণ | নভেম্বর ০৭, ২০১৫