নিকলী বিএনপি’র পাল্টাপাল্টি সভা নবগঠিত কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়- মিছিল
খাইরুল মোমেন স্বপন, নিকলী প্রতিনিধিঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের নিকলীতে র্যালি ও আলোচনা সভা করেছে উপজেলা বিএনপি’র নব গঠিত কমিটি ও কর্মী-সমর্থকরা। শনিবার সকাল ১১টায় দলটির উপজেলা কার্যালয়ের সম্মূখের বকুল তলায় এ সভা অনুষ্টিত হয়। নব গঠিত কমিটির সভাপতি এ্যাড. বদরুল মোমেন মিঠু ও সাধারণ সম্পাদক আবু সাইদের নেতৃত্বে অনুষ্টিত সভায় বক্তারা দল পূনর্গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সকল নেতা-কর্মী-সমর্থকদের আহবান করেন।
এদিকে একই দিন একই সময়ে উপজেলা বিএনপি’র নব গঠিত কমিটিকে বিএনপি’র একটি মহলের পকেট কমিটি হিসাবে আখ্যায়িত করে দিবসটিকে উদযাপনে উপজেলা তৃনমূল বিএনপি’র ব্যানারে পাল্টা র্যালি, আলোচনা সভা, সংবাদ সম্মেলন ও মিলাদ মাহফিল করেছে দলটির একাংশ। নিকলী সদরের নতুন বাজার এলাকায় তৃণমূল বিএনপি’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে ইস্তেহার পাঠ করেন তৃণমূল বিএনপি’র উপজেলা সভাপতি ডা. কফিল উদ্দিন আহম্মেদ। নব গঠিত কমিটির বিরুদ্ধে জুতা ও ঝাড়- মিছিল করে তৃণমূল বিএনপি’র ব্যানারের নেতা-কর্মীরা। মিছিল শেষে পকেট কমিটি গঠনের হোতা দাবী করে কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. ফজলুর রহমান, সম্পাদক মাজহারুল ইসলাম ও যুগ্ন সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেলের কুশ পুত্তলিকা দাহ করা হয়।
উল্লেখ্য গত ২৯/১০/২০১৫ তারিখে নিকলী উপজেলা বিএনপি’র কমিটি ঘোষণা করা হলে পদ মর্যদায় অনেক যোগ্য নেতাকে বঞ্চিত করার অভিযোগ উঠে জেলা বিএনপি’র কমিটির বিরুদ্ধে। এরই দারাবাহিকতায় ২ ভাগ হয়ে যায় নিকলী উপজেলা বিএনপি’র নেতা-কর্মীবৃন্দ।