| রাত ৮:৪৫ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চেক জালিয়াতি মামলায় ফাঁসলেন উপজেলা যুবদল আহবায়ক

গফরগাঁও প্রতিনিধি, ৭ নভেম্বর ২০১৫, শনিবার,
ময়মনসিংহের গফরগাঁওয়ে ঠিকাদারী ব্যবসায়ীর অংশীদারের টাকা আত্মসাতের ঘটনায় আদালতে চেক ডিজঅনার মামলায় ফেসে গেলেন উপজেলা যুবদল আহবায়ক সর্দার খুররম।
মামলা সূত্রে জানা যায়, প্রথম শ্রেণীর ঠিকাদার সর্দার খুররম ২০১২ সালে তার ঠিকাদারী ব্যবসায়ীক অংশীদার হুমায়ুন মুর্শেদের সঙ্গে নিজস্ব ঠিকাদারী প্রতিষ্ঠানের পড়্গে ময়মনসিংহ জেলা পানি উন্নয়ন বোর্ডের বেশ কিছু কাজের কার্যাদেশ পায়। এসব কাজের লভ্যাংশ একাই তছরূপ করে অন্যতম অংশীদার সর্দার খুররম। এদিকে হুমায়ুন মুর্শেদ লভ্যাংশের জন্য চাপ দিলে খুররম তাকে নগদ টাকা প্রদান না করে অগ্রণী ব্যাংক গফরগাঁও শাখার নামে ৪লাখ ২৫হাজার টাকার চেক প্রদান করেন। কয়েক দফা ওই শাখায় চেক ডিজঅনার হলে এ ঘটনার প্রতিকার চেয়ে হুমায়ুন মুর্শেদ ময়মনসিংহ জজ কোর্টে মামলা দায়ের করেন। এ ব্যাপারে বিজ্ঞ আদালত বাদীর সাক্ষী প্রমানের ভিত্তিতে সর্দার খুররমকে টাকা প্রদানের নির্দেশসহ আদালত অবমাননার অভিযোগে ৬মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
এ রায় পুনর্বিবেচনার জন্য ২০১৪ সালে উচ্চ আদালতে আপিল করলে আদালত তা খারিজ করে দিয়ে নিন্ম আদালতের রায় বহাল রাখে।
মামলার বাদী হুমায়ুন মুর্শেদ বলেন, আমি আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালতের আদেশ মোতাবেক ফয়সালা হবে।
এ ব্যাপারে ঠিকাদার ও উপজেলা যুবদল আহবায়ক সর্দার খুররমের মুঠোফোনে একাধিকবার ফোন করেও সাড়া পাওয়া যায়নি।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৯ অপরাহ্ণ | নভেম্বর ০৭, ২০১৫