| সকাল ১১:৪১ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে জাতীয় সমবায় দিবস পালিত

গৌরীপুর সংবাদাদাতা, ৭ নভেম্বর ২০১৫, শনিবার  ‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’ শ্লোগানে ময়মনসিংহের গৌরীপুরে পালিত হয়েছে ৪৪তম জাতীয় সমবায় দিবস।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি র‌্যালির উদ্বোধন করেন। সমবায় উদ্যোক্তা সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণও র‌্যালিতে অংশ নেন। র‌্যালী শেষে স্থানীয় পাবলিক হলে আলোচনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির ভাষণ দেন সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাঃ ক্যাপ্টেন (অব.) মজিবুর রহমান ফকির এমপি। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে ও সমবায়ের অফিস সহকারী সবিতা রানী ভৌমিক এর সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুর রহমান, সান বহুমুখি সমবায় সমিতির সভাপতি এইচএম খায়রুল বাশার প্রমুখ। পরে এ উপলক্ষে বিভিন্ন সমবায় সমিতির মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৬:৩৮ অপরাহ্ণ | নভেম্বর ০৭, ২০১৫