ভালুকায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৭
অনলাইন ডেস্ক | ৭ নভেম্বর ২০১৫, শনিবার,
ময়মনসিংহের ভালুকায় যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। শনিবার সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে চারজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ভালুকার ফজলুল হক (৪৫) ও রফাজ উদ্দিন (৪০), ত্রিশালের আব্দুল মোতালেব (৪৩) এবং নীলফামারীর নওশেদ (৩৫)। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ জানান, শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস ময়মনসিংহ থেকে ঢাকায় যাচ্ছিলো। মেহেরবাড়ী এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে চারজন এবং চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।