| সকাল ১১:৩৯ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

দুর্বৃত্তদের হামলায় দুই বিদেশী নাগরিক আহত

অনলাইন ডেস্ক | ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার,

রাজধানীর উত্তরায় তাইওয়ানি এক দম্পতির ওপর হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।   পুলিশ দাবি করেছে, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। হামলার ঘটনায় একজন মাথায় আঘাত পেয়েছেন। তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বলেন, “ওই দম্পতি ১০ বছর ধরে ঢাকায় বাস করছেন। এরা প্লাইউডের ব্যবসা করেন। হামলার পেছনে ব্যবসায়িক দ্বন্দ্ব আছে। হামলাকারীরা তাদের কর্মচারী ছিল।”

ডিসি বলেন, “হামলাকারীরা তাদের বাসা থেকে ছয় লাখ টাকাও নিয়ে গেছে। হামলাকারীদের শনাক্ত করেছি আমরা। জাহাঙ্গীর নামে এক ব্যক্তিকে আটকও করা হয়েছে।”

সর্বশেষ আপডেটঃ ৭:০৭ অপরাহ্ণ | নভেম্বর ০৬, ২০১৫