গৌরীপুর বিএনপি-যুবদলের তিন নেতা কারাগারে

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার,
ময়মনসিংহের গৌরীপুরে বিএনপি ও যুবদলের তিন নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তারা হলেন- পৌর বিএনপির সিনিয়নর যুগ্মআহবায়ক আলী আকবর আছিন, পৌর যুবদলের আহ্বায়ক সুজিত কুমার দাস ও পৌর যুবদলের সাবেক সভাপতি রমজান হোসেন খান জুয়েল। ময়মনসিংহের দ্রম্নত বিচার ট্রাইব্যুনালের বিচারক আহসান হাবিব তার পৃথকভাবে তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, পৌর বিএনপির সিনিয়নর যুগ্মআহবায়ক আলী আকবর আনিছ সরকার বিরোধী আন্দোলনে বিভিন্ন মামলার আসামী ছিলেন। এছাড়াও তিনি রামগোপালপুরে একটি মারামারির ঘটনায় দ্রম্নত বিচার আইনের মামলার আসামী। গত ৭ জুন পৌর সভার নতুন বাজার এলাকার আবুল মিয়ার ছেলে রজব আলী বাদী ১৪ জনের নাম উলেস্নখ করে এই মামলাটি দায়ের করে। অপর দিকে সুজিত কুমার দাসের বিরম্নদ্ধে সরকারবিরোধী আন্দোলনের কয়েকটি মামলা রয়েছে। তারা দুইজনের আসন্ন পৌর সভা নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী।