বাজিতপুরসহ ৫ উপজেলায় ১৫ ঘন্টা বিদ্যুৎ ছিল না

মহি উদ্দিন লিটন বাজিতপুর সংবাদদাতা ঃ ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলাসহ কুলিয়ারচর, অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন পি.ডি.বি ও আর.ই.বির আওতাধীন প্রায় অর্ধলক্ষ গ্রাহক গত বৃহস্পতিবার রাত ৮টা ৪৫ মিনিট থেকে গতকাল শুক্রবার সকাল পৌনে ১২টা পর্যনত্ম বিদ্যুৎ ছিল না। কী কারনে এসব উপজেলায় বিদ্যুৎ বিভ্রাট ঘটে স্ব-স্ব প্রতিষ্ঠানের প্রধানগণ কোন কিছুই বলতে পারে নি। তবে কিশোরগঞ্জ থেকে বিভিন্ন সূত্রের মাধ্যমে জানা যায়, কটিয়ার্দী ১ লাখ ৪৪ হাজার মেইন লাইনের মধ্যে বিভিন্ন তার ও যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার কারনে এ বিদ্যুৎ বিভ্রাটের কারন বলে বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে। জানা যায়, এ ১৫ ঘন্টা বিদ্যুৎ না থাকার কারনে এ ৫টি উপজেলার জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষার্থীদের পড়া-শোনার মারাত্মক ভাবে ব্যাঘাত ঘটেছে। এছাড়া বিদ্যুৎ না থাকার কারনে বাজিতপুর উপজেলার ১০ হাজার বিদ্যুৎ গ্রাহকের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়েছে। এর ফলে বাজিতপুর, অষ্টগ্রাম, ইটনা, নিকলী ও মিঠামইন সহ সকল ধরনের শিল্প কারখানা বন্ধ হওয়ার ফলে লক্ষ লক্ষ টাকার ড়্গতি সাধিত হয়েছে। অন্যদিকে, বাসাবাড়ীতে ফ্রিজ, টেলিভিশন, চার্জার লাইট নষ্ট হয়ে গেছে। বাজিতপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী মোঃ সালাউদ্দিনকে বার বার মুঠো ফোনে যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেন নি।