অবৈধ সম্পর্ক: জেদ্দায় প্রেমিক-প্রেমিকার ফাঁসি

অনলাইন ডেস্ক | ৬ নভেম্বর ২০১৫, শুক্রবার,
অবৈধ শারীরিক সম্পর্কের জেরে স্বামীকে হত্যার অভিযোগে সৌদি আরবের জেদ্দায় সিরিয়ার এক নারী ও তার প্রেমিকের ফাঁসি কার্যকর করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ওই নারীর নাম আমানি আবদুর রহমান খালেদ আল ধাহিক ও তার প্রেমিকের নাম ইউসুফ আলী ইব্রাহিম আল ওয়ায়ি। তারা দুজনেই সিরিয়ার নাগরিক। আমানির স্বামীর নাম আলী বিন জায়েদ বিন আলী আল ওথমান। তাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে আমানি ও ইউসুফ। এরই অংশ হিসেবে গত বছরের ১৭ই ফেব্রুয়ারি রিয়াদের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি প্রত্যন্ত এলাকায় ওথমানকে পিকনিকে নিয়ে যায় আমানি। এর আগেই সে তার প্রেমিক ইউসুফকে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে রাখে হত্যা করার জন্য। পিকনিক স্পটে উপস্থিত হয়ে ইউসুফ কয়েকবার ওথমানের মাথা ও বুক লক্ষ্য করে গুলি করে। এতে ওথমানের মৃত্যু হয়।
এরপর আমানি একটি ভুয়া অভিযোগ দেয় পুলিশকে। বলে, মুখোশধারী তিন দুর্বৃত্ত তার স্বামীকে গুলি করেছে। রিয়াদ পুলিশের মুখপাত্র ব্রিগেডিয়ার নাসির বিন সাইদ আল কাহতানি বলেন, তাদের কেউ একজন জানায়, একজন নারী বলছে তার স্বামীকে তিনজন লোক গুলি করেছে। কিন্তু তদন্তে তারা ওই নারীকেই প্রধান সন্দেহজনক হিসেবে দেখতে পান। একপর্যায়ে আমানি স্বীকার করে অপরাধের কথা। একই সঙ্গে স্বীকার করে, ইউসুফের সঙ্গে তার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে। ওথমানকে হত্যা করার জন্য সে ইউসুফকে অস্ত্রও দিয়েছিল।