ফুলপুরে ৬ দফা দাবিতে কর্মকর্তা -কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ
ফুলপুর প্রতিনিধি,৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবারঃ
উপজেলা পরিষদে হস্থান্তরিত ১৬ টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন ভাতা বিলে ইউএনও’র স্বাক্ষরের সিন্ধান্ত বাতিল এবং ৮ম পে-স্কেলে সিলেকশান গ্রেড ও টাইম স্কেল পুনর্বহালসহ ৬ দফা দাবিতে ময়মনসিংহের ফুলপুরে সরকারী কর্মকর্তা কর্মচারীদের বৃহসপ্রতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ সমাবেশে ১৬ টি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের অধিকাংশই অংশ গ্রহণ করেন।
এতে নেতৃত্ব দেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা পরিমল কুমার পাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রানা মিয়িা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেরুন্নেছা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বশার ভূইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা কামরুজ্জামান প্রমূখ।
প্রকৃচি-বিসিএস এবং উপজেলা পরিষদে হস্থান্তরিত ১৬ টি দপ্তরের সমন্বয় কমিটির ব্যানারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।