| দুপুর ১:০৬ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে ১৬ বিভাগের কর্মকর্তাদের বেতন বিলে ইউএনও‘র স্বাক্ষরের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ

ভ্রাম্যমান প্রতিনিধি,৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার;   কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় ময়মনসিংহের নান্দাইল উপজেলার সরকারী কর্মকর্তা/ কর্মচারীবৃন্দ উপজেলা পরিষদে হস্তান্তরিত ১৬ বিভাগের কর্মকর্তাদের বেতন বিলে উপজেলা নিবার্হী অফিসার স্বাক্ষরের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার (০৫নভেম্বর) সকাল ১১ টায় নান্দাইল উপজেলা পরিষদ এর সম্মুখে এক  প্রতিবাদ সমাবেশ করে।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস’্য ও পঃ পঃ অফিসার ডাঃ মোঃ আবুল কাশেম। বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ নাছির উদ্দিন,মৎস্য অফিসার ড. মোঃ রুহুল আমিন ডাঃ মোঃ কায়সার হাসান খান ইমরান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইনুল হক,উপজেলা পানি সম্পদ অফিসার ডাঃ আব্দুল হাই,উপজেলা সমবায় অফিসার অপরূপা মালাকার, সহকারী শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম ভূইয়া, সহকারী মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেন ভূইয়া,স্বাস’্য পরিদর্শক ওসমান গনি ও নান্দাইল চতুর্থ শ্রেণী কর্মচারী কল্যান পরিষদের সাধারন সম্পাদক মোঃ খলিলুর রহমান প্রমূখ।

সমাবেশে বক্তারা উপজেলা পরিষদে হস্তান্তরিত দপ্তর সমূহের কর্মকর্তা ও কর্মচারীগনের বেতন বিলে নিবার্হী অফিসারের স্বাক্ষর প্রদানের সিদ্বান্ত বাতিল করতে হবে এবং এ প্রক্রিয়া  স’গিত করতে হবে।নতুবা কর্মকর্তা কর্মচারীরা বিল গ্রহন করবেন না। ঘোষিত পে-স্কেল‘ ২০১৫ এ বাতিলকৃত সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পূর্ণ বহাল করতে হবে। স্ব-স্ব ক্যাডারের সর্ব্বোচ পদসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের শীর্ষ পদে স্ব-স্ব ক্যাডারের কর্মকর্তার পদায়ন করতে হবে।

প্রতিবাদ সমাবেশটি সার্বিক পরিচালনায় ছিলেন নান্দাইল উপজেলা প্রকৌশলী মোঃ আবুল খায়ের মিয়া।

সর্বশেষ আপডেটঃ ৬:৫৩ অপরাহ্ণ | নভেম্বর ০৫, ২০১৫