৬দফা দাবী আদায়ে ত্রিশালে মিছিল, সমাবেশ ও স্মারকলিপি প্রদান
এইচ.এম জোবায়ের হোসাইন,৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবারঃ ময়মনসিংহের ত্রিশালে গতকাল বৃহস্পতিবার ৬দফা দাবী আদায়ের লক্ষে প্রকৃচি-বিসিএস (২৬ক্যাডার), নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটির উদ্যোগে মিছিল, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধ থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে প্রতিবাদ সমাবেশে উপজেলা প্রকৃচি-বিসিএস (২৬ক্যাডার), নন-ক্যাডার ও ফাংশনাল সার্ভিস সমন্বয় কমিটি আহবায়ক ডা: মশিহুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার মিজানুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, উপজেলা ইঞ্জিনিয়ার খন্দকার আলাউদ্দিন আল সরোয়ার হোসেন, ডা. হাসানুল হোসেন সুফল প্রমূখ। পরে তারা দাবী আদায়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জয়নাল আবেদীনের কাছে স্মারকলিপি প্রদান করেন।