গফরগাঁওয়ে কৃষকের আত্নহত্যা

স্টাফ রিপোর্টার, ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
গফরগাঁও উপজেলার পল্লীতে মোঃ আকরাম হোসেন (২২) নামে এক কৃষক বিষপানে আত্নহত্যা করেছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার যশরা ইউনিয়নের কুর্শ্বাপুর গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ আকরাম হোসেন (২২) গত বুধবার রাতে নিজ গৃহে বিষপানে আত্নহত্যা করে । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। পারিবারিক কলহের জের ধরে আত্নহত্যা করতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এব্যাপারে গফরগাঁও থানায় একটি মামলা দায়ের করার প্রস’তি চলছে। গফরগাঁও থানার ওসি মোঃ তোফাজ্জল হোসেন বিষপানে আত্মহত্যার খবর নিশ্চিত করেছেন।