পুলিশ বাহিনী নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনগণের প্রতিদান দিতে প্রস্তত-মুক্তাগাছায় ঢাকা রেজ্ঞের ডি.আই.জি
শাহ আলম উজ্জ্বল ও সিরাজুল হক সরকার, মুক্তাগাছা থেকে, ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজ বীর মুক্তিযোদ্ধা এসএম মাহফুজুল হক নুরম্নজ্জামান বিপিএম, পিপিএম পুলিশের কাজে জনগনের সার্বিক সহযোগিতা কামনা করে বলেছেন পুলিশ বাহিনীর সদস্যরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জনগণের বিশ্বাসের প্রতিদান দিতে প্রস’ত আছে। জনসংখ্যানুপাতে পুলিশের জনবল অপ্রতুল উল্লেখ করে তিনি বলেন অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান সরকার প্রশিক্ষন প্রদান, যানবাহন ও সরঞ্জামাদি সরবরাহের মাধ্যমে এ বাহিনীকে আধুনিক করে গড়ে তোলার প্রচ্ষ্টা অব্যাহত রাখার ফলে পুলিশ জনগনের জন্য নিবেদিত থেকে কাজ করে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় অবসি’ত পুলিশের দ্বিতীয় আর্মড ব্যাটালিয়নের (এপিবিএন) ৪৫তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি এসব কথা বলেন।
ঢাকা রেজ্ঞের ডি.আই.জি এস.এম.মাহফুজুল হক নূরুজ্জামান বিপিএম,পিপিএম, দ্বিতীয় আর্মড ব্যাটালিয়নের ৪৫তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহন করেন। এ সময় তার সাথে ছিলেন দ্বিতীয় আর্মড ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) মোঃ মুনিবুর রহমান।
ঢাকা রেজ্ঞের ডি.আই.জি এস.এম.মাহফুজুল হক নূরুজ্জামান বিপিএম,পিপিএম কুচকাওয়াজ পরিদর্শন শেষে নবীন পুলিশ সদস্যদের উদ্দেশ্য বলেন পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে শৃংখলার মধ্য দিয়ে ৬ মাস প্রশিক্ষনের মাধ্যমে যে জ্ঞান অর্জন করেছে তা সমাজ ও দেশের কল্যাণে সুবিবেচনা প্রসূত প্রয়োগ করবে। তোমাদের সততা, নিষ্ঠা ও কর্ম দক্ষতা পুলিশ বাহিনীর ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করবে এবং পুলিশের প্রতি জনগনের আস’া বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালনে সচেষ্ট থাকবে।
ডি.আই.জি এস.এম.মাহফুজুল হক নূরুজ্জামান নবাগত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে আরো বলেন দেশের বিভিন্ন স’ানে নিয়োজিত হয়ে জনগনের জানমালের নিরাপত্তা ও সমাজের শানি- শৃংখলা রক্ষার গুরু দায়িত্ব এবং আর্থ-সামাজিক উন্নয়নে নিজেদেরকে সম্পৃক্ত করবে।
পুলিশের দ্বিতীয় আর্মড ব্যাটালিয়নের (এপিবিএন) ৪৫তম টিআরসি ব্যাচের ৩০৯ জন সদস্যের কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে ঢাকা রেজ্ঞের ডি.আই.জি এস.এম.মাহফুজুল হক নূরুজ্জামান পদক বিতরন করবেন ।
কুচকাওয়াজ অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের জামালপুর, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার পুলিশ সুপার এবং জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী কাজলসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপসি’ত ছিলেন।##