| দুপুর ১২:২৪ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ঃ ১ ঘন্টা সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার, ৫ নভেম্বর ২০১৫, বৃহস্পতিবার,
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ময়মনসিংহ সদরের চরপুলিয়ামারী এলাকায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আরো ৪জন আহত হন। আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে চরপুলিয়ামারী এলাকার ব্রহ্মপুত্র হ্যাচারীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
৭নং চরনিলক্ষীয়ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আনিসুজ্জামান সোহেল বলেন, ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জগামী সিএনজি চালিত অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা ট্রাকটি ব্রহ্মপুত্র হ্যাচারীর সামনে পৌছালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ঘটনাস’লে একজন মারা যান ও দুই জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরো একজন মারা যান। ঘটনাস’লে নিহত কুতুব দ্দন কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার ২নং সিদলা ইউনিয়নের আওয়ামী লীগের কর্মী এবং হারেঞ্জা গ্রামের বাসিন্দা। একজনের নাম পরিচয় জানা গেলেও আরেক জনের নাম পরিচয় জানা যায়নি।
এছাড়া দুর্ঘটনায় আহত চার জন ব্যক্তিরা হলেন সাইদুল ইসলাম (৪৫), লাল মিয়া (৪৫), হাতেম আলী (৫০) ও শিমুল (২৫)। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। চারজনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে সাইদুল ইসলাম (৪৫) কে গুরুতর অবস্থায় ঢাকা রেফার্ড করা হয়েছে। এর প্রতিবাদে স্থানীয় জনতা এক ঘণ্টা ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখে।
এ খবর পেয়ে জেলা প্রশাসক মোস-াকীম বিল্লাহ ফারুকী ও পুলিশ ঘটনাস’লে পৌঁছে পরিসি’তি নিয়ন্ত্রণে আনে। জেলার কোতোয়ালি মডেল থানার এসআই অসীম কুমার দাস জানান, এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর পরিসি’তি স্বাভাবিক হয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদনে-র জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ময়মনসিংহের শম্ভুগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশাটি কিশোরগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাক এটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশা ও ট্রাকটি সড়কের পাশে পুকুরে পড়ে যায়। পরে ট্রাক ফেলে চালক পালিয়ে যান। ওসি আরো বলেন, এ ঘটনায় মামলার প্রস-ুতি চলছে।
এদিকে, সড়ক দুর্ঘটনার পর ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে স্থানীয় লোকজন। এতে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।##

সর্বশেষ আপডেটঃ ৫:৫৫ অপরাহ্ণ | নভেম্বর ০৫, ২০১৫