বাজিতপুরে চুরির প্রতিবাদ করায় হামলা, মহিলাসহ আহত – ৬ , গ্রেফতার ১

বাজিতপুর সংবাদদাতা ঃ ৪ নভেম্বর ২০১৫, বুধবার,
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর গোবিন্দপুর গ্রামে গত মঙ্গলবার ৩ নভেম্বর রাতে মুরগীর খামারী সাইফুল ইসলামের বাড়িতে মোজাম্মেল মিয়ার নির্দেশে শহিদ মিয়াসহ ১৪/১৫ জন লোক হামলায় দুটি ঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মোজাম্মেল মিয়ার লোকজনের হামলায় আফিল উদ্দিন (৬৫) ,আছিয়া খাতুন (৮২) হুমায়ুন মিয়া (১৮) , রুুুুুুুুনা আক্তার (৩০)সহ ৬ জন আহত হয়।আহতের মধ্যে আফিল উদ্দিনকে ভাগলপুর জহুরম্নল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আছিয়া খাতুন(৮২)কে বাজিতপুর সরকারী হাসপাতালে আশংকাজনক অবস’ায় ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বুধবার সকালে শহীদ মিয়া (৫৫) কে গ্রেফতার করেছে। এলাকা ও থানা সুত্রে জানা গেছে, সাইফুল ইসলামের মুরগীর ফার্মে তাহের উদ্দিন চাকুরী করতো । ঘটনার ২ দিন আগে তাহের উদ্দিন মালিক সাইফুলের মুরগীর ফার্ম হতে ৪ বসত্মা ফিড ও ১ শত মুরগী চুরি করে অন্যত্র বিক্রি করে ফেলে। এতে সাইফুল প্রতিবাদ করলে তাহেরের লোক মোজাম্মেল সহ ১৪/১৫ জন বাড়ি ঘরে হামলা চালিয়ে সাইফুলের ঘরের সুকেজ ভেঙ্গে ৭ লাখ টাকা, স্বর্ণালংকার সহ ১০ লাখ টাকার মালামালের ড়্গতি সাধন করেছে। এ ব্যাপারে মোঃ সাইফুল ইসলাম বাদী হয়ে মোজাম্মেল, তাহের উদ্দিন, শহিদ মিয়াসহ ১৪ জনের বিরম্নদ্ধে বাজিতপুর থানায় বুধবার একটি মামলা দায়ের করেন।