কটিয়াদীতে দোকানে আগুনে লক্ষাধিক টাকার ক্ষতি
ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ৪ নভেম্বর ২০১৫, বুধবার,
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউপির নদীর বাধ বাজারে একটি মুদির দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার সকাল ৭ টার দিকে নদীর বাধ বাজারে আবুল কাসেমের মুদির দোকানে এ ঘটনা ঘটে । পরে স’ানীয়রা এক ঘন্টা চেষ্ট চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে আবুল কাসেমের মুদির দোকানে থাকা মালপত্র ভস্মীভুত হয়। ড়্গতিগ্রসত্ম দোকান মালিক আবুল কাসেম বলেন, আগুনে দোকানের সকল মালপত্র পুরে গেছে, এত লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও তিনি জানান। উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল ওয়াহাব আইন উদ্দিন ঘটনাস’ল পরির্দশন করেছেন।