| দুপুর ১২:২৯ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় গ্রীলকাটা চোর পিচ্ছি বাদল গ্রেফতার

 

তারাকান্দা প্রতিনিধিঃ  ৪ নভেম্বর ২০১৫, বুধবার,

ময়মনসিংহের তারাকান্দা থানা পুলিশ গত মঙ্গলবার রাতে গ্রীল কাটা চোর পিচ্চি বাদলকে গ্রেফতার করেছে। জানা গেছে, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোলস্নার নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এস.আই মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে গ্রীল কাটা তালা ভেঙ্গে দোকান ও বাসাবাড়ীতে চুরির একাধিক মামলার আসামী কুখ্যাত চোর পিচ্ছি বাদল(২০) কে ফুলপুর থেকে গ্রেফতার করে। পুলিশ জানায় ধৃত পিচ্ছি বাদল তারাকান্দা উপজেলার নতুন বাজার(কান্দাপাড়া) এলাকার কাজিম উদ্দিনের পুত্র। ধৃত চোর বাদল তারাকান্দা মামলার নম্বর ১৭(৯)২০১৫, ধারা- ৪৫৭/৩৮০ এবং মামলা নম্বর-১৯(৮)২০১৪, ধারা-৪৬১/৩৮০ দঃ বিঃ এর এজাহার নামীয় আসামী।

সর্বশেষ আপডেটঃ ৬:৪১ অপরাহ্ণ | নভেম্বর ০৪, ২০১৫