নেত্রকোনায় ভাতিজার হাতে চাচী খুন
নেত্রকোনা প্রতিনিধি ঃ ৪ নভেম্বর ২০১৫, বুধবার,
নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়নের সালচাপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে ভাতিজা রাবি মিয়া চাচী জমির উদ্দিনের স্ত্রী দুলেনা আক্কারকে(৪২) দা দিয়ে এলোপাথারী কুপিয়ে হত্যা করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য নেত্রকোনা আধুুিনক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, জেলার পূর্বধলার সালচাপুর গ্রামের সাইন উদ্দিনের ছেলে রাজিব মিয়া(২১) কিছুদিন ধরে রাত করে বাড়ি ফিরে। এ নিয়ে পরিবারে অশানি-র সৃষ্টি হয়। তার চাচী দুলেনা আক্তার মঙ্গলবার তাকে শাসন করেন। এতে সে ক্ষিপ্ত হয়। বুধবার সকালে ঘরের বারান্দায় চাচী দুলেনা আক্তার নামাজ পড়ার সময় দা দিয়ে এলোপাথারী কুপিয়ে আহত করে। এতে ঘটনাস’লেই তিনি মারা যান। এলাকাবাসী রাজিবকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
পূর্বধলা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান জানান, ময়না তদনে-র জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস’তি চলছে।