রাজধানীতে শিশুকে কুপিয়ে হত্যা, আহত মা-বোন
অনলাইন ডেস্ক | ৪ নভেম্বর ২০১৫, বুধবার,
রাজধানীর কদমতলীতে বাসায় ঢুকে শিশুকে কুপিয়ে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। এসময় হামলাকারীদের এলোপাতাড়ি কোপে শিশুটির মা, বোন ও এক প্রতিবেশীও জখম হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে কদমতলীর পাটেরবাগের আল মদিনা মসজিদের কাছে একটি বহুতল ভবনের দ্বিতীয় তলায় এই হামলার ঘটনা ঘটে। কদমতলী থানার এসআই মফিজুর রহমান গণমাধ্যমকে জানান, নিহত সোহেলী আক্তার (১২) দনিয়ার এ কে স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণিতে পড়ত। আহতরা হলেন- সোহেলীর মা সাহিদা মৃধা ডলি (৩৫), বোন সারা (৭) ও প্রতিবেশী জালাল আহমেদ (৩৫)। কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে তা পুলিশের কাছে স্পষ্ট নয়। এমনকি বাসা থেকে কিছু খোয়া গেছে কিনা তাও জানা যায়নি। কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, ঘটনাস্থলে এক শিশু নিহত হয়। আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক গণমাধ্যমকে বলেন, ডলি ও জালালের মাথায় কোপের দাগ রয়েছে। এছাড়া রাতে ডলি ও সারাকে পান্থপথের গ্রীন লাইফ হাসপাতালে স্থানান্তর করা হয়।