| দুপুর ১:১৫ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আশুলিয়ায় পুলিশকে কুপিয়ে হত্যা

অনলাইন ডেস্ক | ৪ নভেম্বর ২০১৫, বুধবার,

আশুলিয়ার বারইপাড়ায় মকবুল হোসেন নামে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। এ সময় দুবৃত্তরা আরেক পুলিশ সদস্যকেও কুপিয়ে জখম করে। তার অবস্থাও আশঙ্কাজনক। নূর আলম নামের এই আহত পুলিশ সদস্যকে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে আশুলিয়ার বাড়ইপাড়া চেকপোস্টে এ হামলার ঘটনা ঘটে। সাভার থানা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শেখ রাসেল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাড়ইপাড়া চেকপোস্টে শিল্প পুলিশের সদস্য মকবুল ও নূর আলম টহল দেওয়ার সময় একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। এসময় তাদেরকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। দু’টি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসেছিলো। ঘটনার পরপরই তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সর্বশেষ আপডেটঃ ১১:২৯ পূর্বাহ্ণ | নভেম্বর ০৪, ২০১৫