ময়মনসিংহে জেল হত্যা দিবসে আওয়ামীলীগের শোক র্যালী
শাহ আলম উজ্জ্বল,৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবারঃ জেলা হত্যা দিবসে আজ মঙ্গলবার বিকালে আওয়ামীলীগ বিভাগীয় শহর ময়মনসিংহে শোক সভা ও শোক র্যালী করেছে।
ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার বিকালে স্থানীয় রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরে শোকসভা করে। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জেলা পরিষদের প্রশাসক এডভোকেট জহিরুল হক খোকা,ময়মনসিংহ পৌরসভার মেয়র ইকরামূল হক টিটু,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন সরকার,আওয়ামীলীগ নেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল ও এহতেশামুল আলম প্রমুখ।
শোক সভা শেষে বিভাগীয় শহরে একটি শোক র্যালী বের করে র্যালীটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে কলেজ রোডস’ স্বাধীন বাংলাদেশের প্রথম বিপ্লবী সরকারের অস্থায়ী রাস্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের বাস ভবনে গিয়ে শেষ হয়। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়