ময়মনসিংহে ডাকাত-পুলিশের মাঝে গুলি বিনিময় ২ ডাকাত গুলি বিদ্ধ,৪ পুলিশ আহত,প্রাইভেটকার,অস্ত্র ও গুলি উদ্ধার
শাহ আলম উজ্জ্বল,৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবারঃ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদর উপজেলার চুরখাই নামকস্থানে গতরাতে ডিবি পুলিশ ও ডাকাতদের মাঝে গুলি বিনিময়ে ২ ডাকাত গুলিবিদ্ধ ও ৪ পুলিশ আহত হয়েছে। এ সময় পুলিশ ডাকাতের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার এবং অস্ত্র গুলি উদ্ধার করেছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী জানান গোয়েন্দা পুলিশের উপ পরিদর্শক মফিজুল ইসলাম ও ফারুক আহম্মেদ সঙ্গীয় পুলিশ নিয়ে গত রাতে মহা সড়কে টহল দেযার সময় এক দল ডাকাত মহা সড়কের পার্শ্বে চুরখাই জামতলা নামকস্থানে রফিকের বাড়িতে ডাকাতির প্রস’তি নিচ্ছে খবর পেয়ে পুলিশ দল ঘটনা স’লে পৌছলে ডাকাতরা পুলিশকে লক্ষ করে গুলি ছুড়ে পালাতে চেষ্টা করে এ সময় পুলিশ ডাকাতদের বহনকারী প্রাইভেটকার লক্ষ করে পাল্টা গুলি ছুড়লে ডাকাত আলী হোসেন(২৯) ও রাজিব (২৬) গুলি বিদ্ধ হলে গাড়িটি আর এগুতে পারেনি, এ সময় পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম,ফারুক আহম্মেদ,সহকারী উপ পরিদর্শক শামীম ও কনস্টেবল বাতেন আহত হয়।
গুলিবিদ্ধ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আলী হোসেন ও রাজিবকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার নিশান ঢাকা মেট্রো-ক-১১-০০০৬ গাড়ি,একটি দেশীয় পাইপগান,৩রাউন্ড গুলি,রামদা,চাপাতি, হাতুর, বাটাল, রেঞ্জ, প্লাস,কাটার মেশিন ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
গুলিবিদ্ধ গ্রেফতাকৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আলী হোসেনের (২৯) বাড়ি পটুয়াখালী কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে এবং রাজিবের বাড়ি ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলার মনিকুড়া গ্রামে বলে পুলিশ জানিয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক মফিজুল ইসলাম বাদী হয়ে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।