| দুপুর ১:০৯ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে নাশকতার মামলায় শিবিরের ২ নেতা ও সিরিজ বোমা হামলা মামলার আসামী জোনায়েদ গ্রেফতার

শাহ আলম উজ্জ্বল,৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার  ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ২০০৫ সালের ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা মামলার পলাতক আসামী জেএমবির সক্রিয় সদস্য জোনায়েদ সিদ্দিক বিবেক ত্রিশাল থেকে এবং শিবিরের স্কুল বিষয়ক সম্পাদকসহ ২নেতাকে আজ মঙ্গলবার বিকালে গ্রেফতার করেছে।

ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজী দৈনিক লোকলোকান্তরকে জানান গোপন সূত্রে খবর পেয়ে গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক মফিজুল ইসলাম মফিজ সঙ্গীয় পুলিশ নিয়ে ত্রিশাল উপজেলার কানহর গ্রাম থেকে  ২০০৫ সালের ১৭ আগষ্ট সিরিজ বোমা হামলা মামলার পলাতক আসামী জেএমবির সক্রিয় সদস্য জোনায়েদ সিদ্দিক বিবেক ও সরকার বিরোধী আন্দোলনের সময় নাশকতা মামলার পলাতক আসামী সরকারী আনন্দ মোহন কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি আনিছুর রহমান রতনকে একই উপজেলার রুদ্র গ্রাম থেকে গ্রেফতার করে।

অপর দিকে আজ মঙ্গলবার দুপুরে শিবিরের জেলা শাখার স্কুল বিষয়ক সম্পাদক আল আমীনকে শহর  থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায় গ্রেফতারকৃতদের নামে কোতোয়ালী মডেল থানা,ত্রিশাল ও গৌরীপুর থানায় একাধিক মামলা রয়েছে।

শাহ আলম উজ্জ্বল
ময়মনসিংহ
০৩-১১-১৪

সর্বশেষ আপডেটঃ ৯:১১ অপরাহ্ণ | নভেম্বর ০৩, ২০১৫