| দুপুর ১:০০ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়ায় জেল হত্যা দিবস পালিত

ফুলবাড়ীযা ব্যুরো ঃ গতকাল মঙ্গলবার জেল হত্যা দিবসে ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামীলীগ এর উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি জননেতা আলহাজ্ব মোসলেম উদ্দিন এডভোকেট। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এম এ জব্বার, এডঃ আব্দুল কুদ্দুছ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু বকর সিদ্দিক, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এড: ইমদাদুল হক সেলিম, যুগ্ন সম্পাদক কেবিএম আমিনুল ইসলাম খাইরুল, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, যুবলীগ সভাপতি রুহুল আমিন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি কামরুজ্জামান জামান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তাজুল ইসলাম বাবলু,  ছাত্রলীগের সভাপতি হারুন অর রশিদ প্রমুখ। সভাপতি তার বক্তব্যে বলেন, ৩ নভেম্বর এই দিনে ভোরে ঢাকা কেন্দ্রীয় কারাগারেবন্দী থাকা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সংগঠক জাতীয় চার নেতাকে ঘাতক চক্র হত্যা করে। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস’ায় বর্বরোচিত এ ধরনের হত্যাকান্ড পৃথিবীর ইতিহাসে বিরল।
এর আগে সকালে দলীয় কার্যালয়ের সামনে কালো পতাকা উত্তোন ও জাতীয় পতাকাসহ অন্য সকল পতাকা অর্ধ নমিত রাখা হয়।

সর্বশেষ আপডেটঃ ৯:০৫ অপরাহ্ণ | নভেম্বর ০৩, ২০১৫