মুক্তাগাছায় পরিবার পরিকল্পনায় অ্যাডভোকেসি সভা
মুক্তাগাছা (ময়মনসিংহ)প্রতিনিধি: ৩ নভেম্বর ২০১৫, মঙ্গলবার,
মুক্তাগাছা উপজেলা পরিষদের শহীদ মুক্তিযোদ্ধা হযরত আলী অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে ২০১৫ সালের পরিবার পরিকল্পনা, মা-শিশু-কৈশোরকালীন স্বাস্থ্য সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলড়্গে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ড. উম্মে আফছারী জহুরার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমেদ মুক্তি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম জাকারিয়া হারম্নন, মহিলা ভাইস চেয়ারম্যান আজিজা রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলী আমজাদ দপ্তরী, স্বাস’্য কর্মকর্তা ডা. হারম্নন অর রশীদ, কৃষি অফিসার নারগিস আক্তার, সমবায় অফিসার আলী উসমান, দুলস্না ইউপি চেয়ারম্যান হায়দার রেজা আনাম, তারাটি ইউপি চেয়ারম্যান মনির হোসেন প্রমুখ।